ই-পেপার

গৌরনদীতে বিষপানে হাফেজের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 15, 2021

বরিশালের গৌরনদী পৌরসভার গেরাকুল হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোতালেব হাওলাদার (১৪) বিষ পান করে আত্মহত্যা করেছে। সে দক্ষিণ বিল্লগ্রামের মহিউদ্দিন হাওলাদারের পুত্র।

গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার জানান, পিতা-মাতার সাথে অভিমান করে মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে বিষপান করে।

গুরুতর অবস্থায় প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়াে পথে সন্ধ্যায় মৃত্যু বরন করে।

এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি অপ-মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন