নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 28, 2021
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাশের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি মো. জাবেরের সভাপতিত্বে ও সহ-সভাপতি ছাত্রনেতা হাছিব আহমেদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক জামান কবির।
এসময় সংহতি জানিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলর বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক রাকিব মাহমুদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগরের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিজন শিকদার।
সমাবেশে বক্তারা সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল অতিদ্রুত কমানোর পাশাপাশি সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিতের দাবি জানান। সেই সাথে নটরডেম কলেজের যে শিক্ষার্থী নিহত হয়েছে তার দায়ভার রাষ্ট্রকে বহন করে দ্রুত অভিযুক্তদের বিচার কাজ সম্পন্নের দাবি জানান।
সমাবেশ শেষে অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ফেডারেশন। মিছিলটি সদর রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।