ই-পেপার

খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসার অনুমতির দাবিতে গণঅনশন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 20, 2021

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে বরিশালে গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

গণঅনশনে বক্তব্য রাখেন- মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু, সদস্য সচিব আকতার হোসেন মেবুল, উত্তর জেলা বিএনপি আহ্বায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, বরিশাল জেলা মহিলা দল সভাপতি ফারহানা তিথি, উত্তর জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শারমিন জাহান শিমু, কোতয়ালী বিএনপির সভাপতি এনায়েত হোসেন বাচ্চু প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ আবুল হোসেন খান, নাজিম উদ্দিন পান্না, আবুল কালাম আজাদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিভাগীয় টিম লিডার আঃ মোনায়েম মুন্না, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, মহানগর যুবদল সভাপতি আখতারুজ্জামান শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম তছলিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদীসহ অংগসংগঠন ও জেলা উপজেলার নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, অবৈধ সরকার খালেদা জিয়া মুক্তি দিলে শেখ হাসিনার মসনদ ভেঙে যেতে পারে। এই ভয়ে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি রাখা হয়েছে। এমনকি তাকে সুচিকিৎসা থেকেও বঞ্ছিত করা হচ্ছে।

সরকার দলীয় অনেক নেতারা কোটি কোটি টাকা দুর্নীতি করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। আবার যাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে তারাও জামিন পাচ্ছে, বিদেশ ভ্রমণ করছে। অথচ মিথ্যা মামলায় বিএনপি নেত্রীকে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে।

এই দেশে আইনের শাসন নেই বলেই আজ তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে আটকে রাখা সম্ভব হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন