ই-পেপার

খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে- আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 18, 2021

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সরকার তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ১টায় নগরীর ডিসি ঘাট এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঝালকাঠি জেলা মহিলা দল এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিটি ঝালকাঠিতে হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি না থাকার কারণে বরিশালে করা হয়েছে। এই সমাবেশের মাধ্যমে ৪১ সদস্য বিশিষ্ট ঝালকাঠি জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করেন আফরোজা আব্বাস।

কমিটিতে সভাপতি পদে মতিয়া মাহফুজ জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এলিনা জামান লিজাসহ পাঁচ জনের নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে কর্মী সম্মেলনে প্রধান অতিথি’র বক্তৃতায় আফরোজা আব্বাস বলেন, ‘জেল-জুলুম হতে পারে। আবার চিকিৎসাও তো তাঁর নাগরিক অধিকার। যে মামলায় বেগম খালেদা জিয়াকে জেলে আছেন, এটি মিথ্যা মামলা।

একই ধরনের মামলা সরকার প্রধানেরও ছিল। আইন সবার জন্য সমান হলেও সরকার তা করছে না। সরকার বিশেষ আদালত তৈরী করে তাদের মামলাগুলো খারিজ করালো। আর বিএনপি’র মামলাগুলো বহাল রাখল।

বেগম খালেদা জিয়া সত্যিই খুব অসুস্থ দাবি করে আফরোজা আব্বাস বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে সরকার প্রধান যে বক্তব্য দিয়েছেন আমরা একজন রাষ্ট্র প্রধানের কাছ থেকে এমটা আশা করিনাই। ওনার বক্তব্য এই ধরনের হওয়া উচিত ছিলো না।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ। এছাড়া সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় টিম লিডার ও কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী জীবা আমিন আল গাজী। এছাড়া ঝালকাঠি জেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ হোসেন, সদস্য সচিব শাহাদাত হোসেনসহ বিএনপি এবং মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন