ই-পেপার

ক্রিকেট বাংলাদেশের স্বীকৃতিপূর্ণ অর্জন- বরিশাল রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 28, 2021

বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, ‘ক্রিকেট খেলা বাংলাদেশের একটা বৃহৎ স্বীকৃতিপুর্ন অর্জন। পুলিশ মাঠে যত খেলাধুলার সাথে জরিত থাকবে মন ও মানসিকতার বিকাশ ঘটবে।

মঙ্গলবার সকাল ৯টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বরিশাল জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, পুলিশ সদস্য খেলোয়াড়ের কোন প্রকার কুরুচিপূর্ণ কথাবার্তা এবং কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোন কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাজাহান হোসেন, ইকবাল হোসেন, সুদীপ্ত সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার।

  • ফেইসবুক শেয়ার করুন