নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 9, 2022
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪শ’ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনের বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম।
৯ জানুয়ারি সকাল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এই জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, সকালে গোপন সংবাদে জানতে পেরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ব্রীজের টোলঘরের সামনে একটি ট্রাকে অভিযান চালায় কোস্টগার্ড।
এ সময় একটি ট্রাকে তল্লাশী করে আনুমানিক ৪শ’ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা মৎস্য অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।