এ.এম. মিজানুর রহমান বুলেট, কলাপাড়া | আপডেট: January 15, 2022
পটুয়াখালীর কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। সেই সঙ্গে শীতের তীব্রতা বেড়েছে। এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। বিপাকে পড়েছে চরাঞ্চলে বসবাসরত মানুষেরা। একই সাথে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ছিল গ্রামীন জনপদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিমেল হাওয়ার করনে অনেকেই ঘর থেকে বের হচ্ছেনা। শহর ও গ্রামাঞ্চলের বাজারগুলোতে কমে যাচ্ছে মানুষের আনাগোনা। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলারের জেলেদের দূর্ভোগ রেড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভ্যানচালক রহিম ঘরামী জানান, রাস্তায় ক্ষ্যাপও তেমন একটা নাই। দুইদিন ধরে ইনকাম একেবারেই কমে গেছে।
এদিকে মৌসুমের স্বাভাবিক বায়ুচাপ দক্ষিন বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে এই অবস্থা আরও দুই একদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।