ই-পেপার

কুয়াকাটা পৌরসভার সাফাই গেয়ে সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক | আপডেট: December 5, 2021

‘কুয়াকাটা মেয়র-কাউন্সিলর সহ স্টাফরা আনন্দ ভ্রমণে নাগরিক সেবা বঞ্চিত পৌরবাসী” শীর্ষক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিন্নমত পোষণ করে নিজেদের পক্ষে সাফাই গেয়ে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন কুয়াকাটা পৌরসভা।

তাদের নিজস্ব হলরুমে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফজলুল হক খান প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজজুল হক খান।

একই সাথে পৌরসভার সচিব ও উপস্থিত কাউন্সিলররা দাবি করেন, মেয়র পৌরসভা সচল রেখেই পৌর কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে নিজনিজ খরচে কক্সবাজার ভ্রমণে গিয়েছেন।

নাগরিক সুবিধা বন্ধ রেখে কক্সবাজার,চট্রগ্রাম ভ্রমণে জেলা প্রশাসক বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কারো অনুমতি নেয়া হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব কাব্য লাল চক্রবর্তী বলেন, জেলা প্রশাসককে গত ২৭ নভেম্বর লিখিতভাবে আমরা অবহিত করেছি, কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোন অনুমতিপত্র আমরা পাইনি। আর স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অনুমতি নেয়া লাগে এমনটা তাদের জানা ছিল না বলে জানান সচিব কাব্য লাল চক্রবর্তী।

এদিকে, সংবাদ সম্মেলনে ভ্রমণে থাকাকালীণ সময়ে ইমেইলে প্রাপ্ত ২৫ ডিসেম্বর তারিখের মেয়র স্বাক্ষরিত এক অফিস আদেশে ২ ডিসেম্বর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে ফজলুল হক খানকে দেখালেও (আজ ৫ ডিসেম্বর) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে সংবাদ সম্মেলন করেন তিনি।

পৌরসভার একটি দায়িত্বশীল সূত্র জানায়, গত ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত কুয়াকাটা পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের অনুপস্থিতিতে অফিস কক্ষ তালাবদ্ধ ছিল।

সংবাদ সম্মেলনে কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন, তৈয়বুর রহমান, আবুল হোসেন ফরাজী, মনির শরীফ, আশ্রাব আলী সিকদার, শহিদ দেওয়ান ও মহিলা কাউন্সিলর ময়না বেগম। মেয়র আনোয়ার হাওলাদার দাপ্তরিক কাজে এখনও ঢাকায় রয়েছেন।

অপরদিকে পৌরসভার অপর একটি সুত্র দাবী করেন, পৌরসভা তালাবদ্ধ রেখে আনন্দ ভ্রমণে এমন সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার পর ভ্রমণরত অবস্থায় ই-মেইলে ৪নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক খান কে ভারপ্রাপ্ত মেয়র দেখিয়ে একটি পরিপত্র জারি করে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন