এ.এম. মিজানুর রহমান বুলেট, কলাপাড়া | আপডেট: November 16, 2021
পটুয়াখালীর কুয়াকাটায় বিভিন্ন প্রজাতির ৭ পাখি আকাশে উড়িয়ে দিয়েছে বনবিভাগ। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় খাঁচা থেকে পাখি অবমুক্ত করা হয়।
উপস্থিত বন বিভাগের দায়িত্বে থাকা মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খুলনা থেকে একটি চক্র বিভিন্ন প্রজাতির ৬টি পাখি পটুয়াখালীতে বিক্রি করে। সেই পাখিগুলো গাড়িতে পটুয়াখালী পাঠালে পটুয়াখালী এনিমেল লাভারস নামে একটি সংগঠনের সদস্যরা বন বিভাগের সহযোগিতায় এসব পাখি উদ্ধার করে।
পরবর্তীতে পাখিগুলোকে উন্মুক্ত করার জন্য পটুয়াখালী থেকে আমাদের এই রেঞ্জে প্রেরন করেন। তাই আমরা এই পাখিগুলো বনবিভাগের কর্মকর্তা, টুরিস্ট পুলিশ ও স্থানীয়দের উপস্থিততে আকাশে উড়িয়ে দেই।
আমরা কুয়াকাটায় একটি হোটেল থেকে ১ টিয়া ও পটুয়াখালী থেকে আসা ২টি কালিম, ১টি উত্তুরে খুনতি হাঁস, টিকি হাঁস ১টি, ইউরোসিয়ো তিথি হাঁস ২ টি এই মোট ৭ টি পাখি অবমুক্ত করি।