ই-পেপার

কুয়াকাটায় ‘স্পেশাল ডে’ উদ্যাপন

এ.এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া | আপডেট: December 1, 2021

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে স্পেশাল ডে উদযাপন করছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করে ব্যবসায়ীরা।

বুধবার সকাল দশটায় স্পেশাল ডে উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে একটি অভিজাত আবাসিক হোটেলের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের, টোয়াবের প্রেসিডেন্ট রাফিউজ্জামান ও কুয়াকাটা পৌর সভার সাবেক মেয়র বারেক মোল্লা।

দিনব্যাপী সৈকতে হাডুডু খেলা, হাস ধরা ও নানা ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে ব্যবসায়ীরা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। বক্তারা এই উৎসবের প্রশংসা করে পর্যটকদের আরো সেবার মান বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

টোয়াকের সভাপতি রুমান জানান, টোয়াকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়াকাটা সৈকতকে রঙিন সাজে সাজানো হয়েছে। এছাড়া এই দিনে কুয়াকাটায় আগত সকল পর্যটকরা ৩০ পার্সেন্ট ছাড় পাচ্ছেন বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন