নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 11, 2021
সকালে ঘুম না ভাঙতেই পাগলা কুকুরের আক্রমণের শিকার হয়েছেন একই এলাকার নারী এবং শিশুসহ ১৩ জন। কাউকে রাস্তায় আবার কাউকে ঘরে ঢুকে কামনে রক্তাক্ত জখম করেছে হিংস্র কুকুর। একই সময় কয়েকটি গরুকেও কামড়ে আহত করা হয়েছে। এক পর্যায় কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের সাতমাইল ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আহত ১৩ জন বরিশাল সদর হাসপাতালে চিকিৎসা এবং ভ্যাকসিন গ্রহণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্সরা। স্বজনদের বরাত দিয়ে তারা বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একটি পাগলা কুকুর হঠাৎ করেই পথচারীদের ওপর আক্রমণ শুরু করে। কুকুরটি রাস্তার মানুষ এবং গবাদী পশু কামড়িয়ে মানুষের বাড়িতে ঢুকে পড়ে। সেখানেও শিশু এবং নারীদের কামড়ে জখম করে।
তিনি বলেন, ‘যারা কুকুরের আক্রমণের শিকার হয়েছে তাদের মধ্যে খাদিজা আক্তার (১৮), জুনায়েদ (৮), হাবিব (৪৮), মনোয়ারা বেগম (৪০), আনোয়ার হোসেন (৫৫), জাহানারা বেগম (৫০), জান্নাত (১০), রুহুল আমিন (২০), মারিয়া আক্তার (২৪), আবদুল্লাহ (৪), সাড়ে চার বছর বয়সি সাহেদ ও বৃদ্ধা সাফিয়া বেগম (৮৫) কে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদেরকে জলাতঙ্কের ভেকসিন প্রদান করা হয়েছে। এরা সবাই সাতমাইল ক্যাটেড কলেজ এলাকার বাসিন্দা।
তারা আরও বলেন, ‘ঘটনার পরে স্থানীয়রা কামড় থেকে রক্ষা পেতে উপায় না পেয়ে হিংস্র কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।