নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 21, 2021
পিরোজপুরের কাউখালীতে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত হয়েছেন। জানা যায়, উপজেলার মধ্য শিয়ালকাঠী গ্রামের আমজাদ মুন্সীর ছেলে আঃ জলিল (৪২) এর সাথে চাচাত ভাইদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি জাম নিয়ে বিরোধ চলে আসছিলো।
শনিবার রাতে বাড়িতে বসে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা দেলোয়ার হোসেন এর ছেলে সৈকত (১৯) লাঠি দিয়ে আঘাত করলে আঃ জলিল মাটিতে লুটিয়ে পরে। তাৎক্ষনিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, বিষটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।