ই-পেপার

কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে শুভ বাহিনী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: February 6, 2023

হিজলা প্রতিনিধি ঃ বরিশালের হিজলা উপজেলার এক সময়ের কিশোর গ্যাং এর প্রধান মাদক বিক্রেতা উপজেলার গুয়াবাড়ি ইউনিয়নের নরসিংহপুর গ্রামের শিল্পপতি হেলাল হাওলাদারের ছেলে। গুয়াবাড়িয়া ইউনিয়নের আতৎক শুভ বাহিনী এলোপাতাড়ী কুপিয়ে জখম করেছে মুলাদী সরকারী কলেজের ছাত্র জিহাদকে।

জানাযায় ৬ ই ফেব্রয়ারী বেলা সাড়ে ১২ টার সময় উপজেলার কাউরিয়া স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত জিহাদ কে স্থানীয়রা উদ্ধার করে মুলাদী স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করে।

গুরুতর আহত চিকিৎসাধীন জিহাদ জানায় পার্শবতি আন্ধারমানিক ইউনিয়নের বন্ধুর বাড়িতে অনুষ্ঠানে যাওয়ার পথে সন্ত্রাসী শুভ ও নাজমুল সহ কয়েকজন মিলে আমার পথরোধ করে।তখন তারা চাইনিজ কুড়াল,রামদা,এস এস পাইপ দিয়ে আমাকে মারধর শুরু করে।পরে শুভ চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে জখম করলে আমি অচেতন হয়ে পড়ি।

স্থানীয় অনেকে সন্ত্রাসী শুভর ভয়ে মুখ খুলতে সাহস পায়না।স্থানীয় অনেকে নাম প্রকাশ্যে অনুুচ্ছুক জানায় এ বখাটে শুভ এতোটা বেপরোয়া মটরসাইকেল চালায় ভয়ে রাস্তায় চলাচল করা যায়না।গত বছর স্থানীয় ভ্যানচালক শুক্কুরের ৫ বছরের ছেলে ইমন কে মটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে।পরে শুভ বাবার টাকার দাপটে ভ্যানচালক বিচার পায়নি।

শুভর বাবা হেলাল হাওলাদার জানায় এ ঘটনাটি আমি শুনেছি।এই ছেলেকে অনেক বারন করার পরের অবাধ্য চলাচল করে।এমন কুসন্তান আল্লাহ যেনো কাউকে না দেয়। তিনি আরো জানায় বিক্ষুপ্তরা আমার বড় ছেলের ঘরে হামলা করছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় কলেজ ছাত্রর উপর হামলার ঘটনা শুনে সেখানে গিয়েছি।তখন শুভর ভাই অভিযোগ করেছে বিক্ষুপ্তরা তার ঘওে হামলা করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন