নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 5, 2022
বরিশালের বাকেরগঞ্জ আলহাজ্ব হযরত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন।
মঙ্গলবার রাতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন কার্যালয়ে বিভাগীয় আহ্বায়ক প্রফেসর মহসিন উল ইসলাম হাবুল এর সভাপতিত্বে সভা থেকে অধ্যক্ষকে লাঞ্চিতকারীদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।
পাশাপাশি ওই কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-অভিভাবকদের সমন্বয়ে বড় ধরনের আন্দোলন করা হবে বলে সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খোকন, মোছাদ্দেক হোসেন, প্রফেসর প্রবিত্র সমাদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কলেজ সমিতির কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ আখম মিজানুর রহমান, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সভাপতি প্রনব মুর্খাজী, সাধারণ সম্পাদক সফিকুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের রেজাউল করিম প্রমখ।
এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান গভর্নিং বডির সদস্য হয়েও অধ্যক্ষের সঙ্গে খারাপ আচরণ করছেন। এর মূল কারণ নিয়োগ সংক্রান্ত বিষয়। এ ছাড়া নতুন কমিটিতে তার লোক রাখার বিষয়ে চাপ দিচ্ছেন চেয়ারম্যান। আলহাজ্ব হযরত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন হাওলাদার বলেন, ১ ডিসেম্বর দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গভর্নিং বডির সদস্য শহিদুল ইসলাম কলেজের অফিস রুমে লোকজন নিয়ে প্রবেশ করে তাকে লাঞ্ছিত করেন।
দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গভর্নিং বডির সদস্য শহিদুল ইসলাম বলেন, কলেজে কী হয়েছে বলতে পারব না। সেখানে অধ্যক্ষের সঙ্গে কেবল আলাপ-আলোচনা হয়েছে।
লাঞ্ছিতের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আপনারা তদন্ত করেন। চেয়ারম্যান বলেছেন, তার মতো করে কলেজের কার্যক্রম চালাতে হবে। গভর্নিং বডিতে তার লোক রাখতে হবে। সম্প্রতি নিয়োগ কমিটিতে তাকে না রাখায় ক্ষুব্ধ হন চেয়ারম্যান।