কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক | আপডেট: December 5, 2021
কলাপাড়ায় ভয়াবহ এক অগ্নকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ক্ষতির পরিমান অন্ততঃ ২৫ লাখ টাকা হতে পারে বলে স্থানীয়দের ধারনা।
দৌলতপুর গ্রামের ব্যবসায়ী মাসুম খান জানান, প্রথমে মো.সাগরের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে কলাপাড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পরে ঘটনাস্থলে পৌঁছেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলো মো.শামসুল আলম পনু, মো.হাবিব আকন, মো.সাগর, মিলন পাহলান, মো. আনসার ফরাজী ও মো.শাহআলম। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।