ই-পেপার

কলাপাড়ায় শাশুরীকে নির্যাতনের মামলায় পুত্রবধূ কারাগারে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক | আপডেট: January 15, 2022

পটুয়াখালীর কলাপাড়ায় শাশুরিকে নির্যাতনের অভিযোগে স্বামীর দায়ের করা মামলায় পুত্রবধূ খায়রুনন্নাহার হেনা (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। পরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া মাছুয়াখালী গ্রামের মিজানুর রহমান এর স্ত্রী মোসাঃ খায়রুনন্নাহার হেনা (৩০) তার স্বামীর অনুপস্থিতিতে বৃদ্ধা শ্বাশুড়িকে হত্যার পরিকল্পনায় চিনির সাথে কাচভাঙ্গা মিশিয়ে খাওয়ানো হয়।এতে শ্বাশুড়ি রাবেয়া বেগম (৯০) অসুস্থ হয়ে পড়লে পুত্র মিজানুর রহমান জেনে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যায়।

এ নিয়ে স্থানীয় সালিশ বৈঠক হলে খায়রুন্নাহার হেনা নিজের অপরাধ স্বিকার করে ক্ষমা চায়। তারপর বেশ দিন অতিবাহিত হলে পুনরায় কারনে অকারনে নির্যাতন করে। গত ২২ নভেম্বর সোমবার সন্ধায় খায়রুন্নাহার হেনা ও তার ভাই গোলাম পরোয়ার জয় (২০) মিজানুর রহমান এর ঘর থেকে নগদ টাকাসহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল নিয়ে গোলাম পরোয়ার জয়ের বাড়ীতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে মিজানুর রহমান এর বৃন্ধা মাতা মোসাঃ রাবেয়া বেগম বাঁধা দিলে পুত্রবধু খায়রুন্নাহার হেনা ও জয় তাকে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে।

এতে রাবেয়ার মুখমণ্ডলে ওদুইটি দাঁত স্থানচ্যুত হয়।পরে তার আত্তচিৎকারে আশপাশ থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে মিজানুর রহমান লোকমুখে খবর পেয়ে বাড়ীতে গিয়ে তার মাতার শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে এসে ভর্তি করে। মিজানুর রহমান মাতার নির্যাতনের ন্যায় বিচার দাবীতে গত ২৫ নভেম্বর স্ত্রী খায়রুন্নাহার হেনা ও শ্যালক জয়ের বিরুদ্ধে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

বিচারক মামলাটি আমলে নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মামলাটি বিচার বিভাগীয় তদন্তের জন্য গ্রহন করেন। বিচারক ১২ জানুয়ারী বাদীপক্ষের সাক্ষী প্রমান গ্রহনে ঘটনার সত্যতা পেয়ে আমলে নিয়ে ১৩ জানুয়ারী আসামী খায়রুন্নাহার হেনার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও জয়ের বিরুদ্ধে সমন জারীর আদেশ প্রদান করেছেন।

কলাপাড়া থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা বলে, ১৪ জানুয়ারী খায়রুন্নাহার হেনাকে গ্রেফতার করে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে সি,ডাবলুমুলে জেলা কারাগারে প্রেরন করেছেন।

মামলার বাদী মিজানুর রহমান জানান,তিনি কলাপাড়া পৌরসভায় চতুর্থ শ্রেনীর কর্মচারী। তার অনুপস্থিতিতে তার স্রী খায়রুন্নাহার হেনা তার বৃদ্ধা মাতাকে হত্যার পরিকল্পনায় অমানুষিক নির্যাতন করত। তাই ন্যায় বিচার পাবার আশায় তিনি মামলা দায়ের করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন