পটুয়াখালীর কলাপাড়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইয়েদুজ্জামান এর অবসর জনিত এবং উপজেলা রিসোর্স সেন্টার’র ইন্সট্রাকটর মো.ফিরোজ মিয়ার বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল তিনটার দিকে পৌর শহরের মঙ্গলসূখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আবুল বশার’র(অঃদাঃ) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) এ আর এম মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া রিসোর্স সেন্টার’র ইন্সট্রাক্টর মো.হেমায়েত উদ্দিন, সহকারী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম বজলুল করিম এবং মো.রফিকুল ইসলাম। এসময় কলাপাড়া উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো.সাইয়েদুজ্জামান এবং উপজেলা ইনস্ট্রাক্টর মো.ফিরোজ মিয়ার দ্বায়িত্ব পালনকালে ভালো কাজের প্রশংসা করেন। সেই সাথে তাদের ভবিষ্যৎ সুখী এবং সুন্দর জীবন কামনা করেন।