ই-পেপার

কলাপাড়ায় পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | আপডেট: January 17, 2022

কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌর শাখার ১নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শেষ বিকেলে স্থানীয় নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া পৌর বিএনপি’র আহ্বায়ক গাজী মো: ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে ভিডিও কনফারন্সে নেতা-কর্মীদেও মাঝে শুভেচ্ছা বক্তর‌্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

এসময় কলাপাড়া পৌর বিএনপির সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সীর স ালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান টুটু বিশ্বাস, সদস্য সচিব এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিশ্বাস শফিকুর রহমান টুলু, মহিপুর থানা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহজাহান পারভেজ, পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক মো: ইমরান বিশ্বাস, মো: জাকির হোসেন সিকদার, পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান তালুকদার। উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মীসভায় বক্তব্যে পৌর বিএনপি’র সভাপতি গাজী মো.ফারুক বলেন, দীর্ঘ ১৪টি বছর অত্যাচার সহ্য করে আপনারা দলকে ভালবেসে ঐক্যবদ্ধ রয়েছেন। এই কর্মীসভার মাধ্যমে আপনারা আপনাদের ত্যাগি এবং যোগ্য নেতৃত্বকে পুনরায় দ্বায়িত্ব দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশ আজ চরম সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। এই কর্মীসভার মাধ্যমে সবাই এক হয়ে আমাদের সুন্দর একটি কমিটি উপহার দিবেন। যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন সংকট উত্তোরণে সামনে থেকে নেতৃত্ব প্রদান করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন