কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক | আপডেট: November 19, 2021
পটুয়াখালীর কলাপাড়ায় নিরাপত্তার দাবীতে গ্রাম পুলিশ পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গ্রাম পুলিশ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন- প্রতিবন্ধী এসএম আল আমিন মাষ্টার।
এসময় ভুক্তভোগী তহমিনা বেগম, ছেলে মিলন হাওলাদার, মেয়ে রানী বেগম, রেখা বেগম, পুত্রবধূ শিল্পী বেগম, প্রতিবেশী আনেয়ার ঘরামী, কবির, দুলাল ঘরামী, কালাম বয়াতী প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়- গ্রাম পুলিশ রুস্তম আলী হাওলাদার’র মৃত্যুতে পৌরশহরের নাচনাপাড়া এলাকার বসতবাড়ী থেকে উচ্ছেদ কল্পে ধর্ণাঢ্য প্রতিবেশী ইমাম হোসেন খোকন মৃধা, মাসুদ মৃধা ও আশ্রাফ আলী খা নানান ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা ও জীবননাশের হুমকী দিয়ে আসছে।
এতে ভীত সন্ত্রস্ত হয়ে বসতবাড়ীর সীমানা নির্ধারনের জন্য উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর বরাবর লিখিত আবেদন করেও প্রতিকার মেলেনি। বর্তমানে পুরো পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী গ্রাম পুলিশ পরিবারের সদস্যরা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইমাম হোসেন খোকন মৃধা। তিনি বলেন, কারও বসতবাড়ি বা চেষ্টার সাথেও আমি জড়িত নই। এমনকি হুমকির বিষয়টিও সত্য নয়।