এ.এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া | আপডেট: November 22, 2021
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার দরিদ্র সহায়ক কৌশল ও পয়:বর্জ্য ব্যবস্থাপনানীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রাক্টিক্যাল এ্যাকশন-এর আয়োজনে কলাপাড়া পৌরসভার হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় কলাপাড়া পৌরসভার দরিদ্র সহায়ক কৌশল ও পয়:বর্জ্য ব্যবস্থাপনানীতি বিষয়ে আলোচনা করা হয়।
কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্মশালা পরিচালনা করেন প্রাক্টিক্যাল এ্যাকশনের পৌরসভার সমন্বয়কারি কর্মকর্তা প্রদীপ চন্দ্র কর্মকার।
কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির তার বক্তব্য বলেন, কলাপাড়া পৌরসভা পয়:বর্জ্য ব্যবস্থার জন্য একটা উদ্যোগ গ্রহন করা হবে, সেক্ষেত্রে প্রাক্টিক্যাল এ্যাকশন যেন টেকনিক্যাল সহযোগিতা করে।
এসময় প্রশিক্ষনে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার সচিব মো: হুমায়ুন কবির, কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী দ্রুবলাল দত্ত বনিক, উত্তরণ প্রতিনিধি মো: হাসিব উজ জামান, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীগন।
উল্লেখ্য, কলাপাড়া পৌরসভায় নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় ওয়াই ওয়াশ এসডিজি এক্সটেন প্রোগ্রাম ইন বাংলাদেশ-এর আওতায় প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ, উত্তরণ এবং হোপ ফর দি পুওরেস্ট যৌথ সহযোগিতায় “পানি স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কার্যক্রম”-শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্পের মাধ্যমে নারী-শিশু, কিশোর-কিশোরী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টির অংশগ্রহন, চাহিদা সৃষ্টি ও সেবা প্রদান, সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী খাতকে সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই ও সবার জন্য পানি স্যানিটেশন ও হাইজিন সেবার মান নিশ্চিত করনে কাজ করছে।