কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক | আপডেট: November 29, 2021
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে ধানের ন্যায্যমূল্য প্রদান, শষ্যবীমা চালু, পল্লী রেশনিং চালু ও ধানের মন ৪৬ কেজির পরিবর্তে ৪০ কেজিতে বিক্রির দাবি জানিয়ে এ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন- বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির খেপুপাড়া শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম,
বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো.আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষকলীগ নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মো.আলাউদ্দিন খান, বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক মো.আলাউদ্দিন সিকদার, বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য নয়নাভিরাম গাঈন প্রমূখ।