ই-পেপার

কলাপাড়ায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক | আপডেট: November 21, 2021

কলাপাড়ায় ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে আজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার চাকামইয়া ইউপির শান্তিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আজিম উদ্দিন ওই এলাকার মৃত আবেল উদ্দিন মুসুল্লির ছেলে।

চাকামাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান এ প্রতিবেদককে বলেন, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই মাষ্টার তার ধান খেতে ইঁদুর নিধনের জন্য তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন।

সকালে আজিম উদ্দিন ওই খেতে ঘাস কাটতে গিয়ে তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ থানায় নিয়ে আসে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান গণমাধ্যমকে জানান, খেতে বিদ্যুৎ সংযোগ কিভাবে দেয়া হয়েছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন