ই-পেপার

কর্মীদের নিয়েই বেঁচে থাকতে চাই : ড. শাম্মী আহমেদ

হিজলা (বরিশাল) প্রতিবেদক | আপডেট: December 13, 2021

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেছেন, ‘আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার পূর্ব পুরুষরা আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তাই আমিও আওয়ামী লীগের কর্মীদের নিয়েই বেঁচে থাকতে চাই।

সোমবার সকাল ১১টায় হিজলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খান, হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ টিপু, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ খান, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হিরন হাওলাদার, কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীরসহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন