নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 19, 2022
অতিমারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে মাস্ক পরতে উদ্ধুদ্ধ করতে ফ্রি মাস্ক বিতরণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে এ মাস্ক বিতরণ করা হয়। এসময় নিজ হাতে বাস টার্মিনালে আসা যাত্রী, পথচারী এবং শ্রমিকদের মুখে মাস্ক পরিয়ে দেন নগর পুলিশের এই কর্মকর্তা।
মাস্ক বিতরণপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, ‘নতুন করে মহামারি করোনা এবং অমিক্রণের বিস্তার বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রতিটি নাগরিকের উচিত সচেতন হওয়া। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করা এবং নিজে সুস্থ থেকে অন্যকেও সুস্থ রাখতে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, ‘করোনা মাহামারি থেকে নিজেকে সুরক্ষা করতে মাস্ক পরার বিকল্প নেই। তাই মাস্ক পরাকে অভ্যেসে পরিণত করতে হবে। পাশাপাশি সরকারের সকল স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এতে নিজে যেমন স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাবেন, তেমনি আপনার প্রতিবেশী এবং আপনদেরও সুস্থ থাকতে সহযোগিতা করতে পারবেন।
উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার যানবাহন শ্রমিক এবং যাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইতোমধ্যে নগরীতে চলাচলকারী গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহনে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। গণপরিবহনে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন হলে প্রয়োজনে আইনী পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।
মাস্ক বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মো. সেলিম, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম শামীম, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. খলিলুর রহমান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার প্রমুখ।