ই-পেপার

করোনার কারণে বন্ধ ১০ উন্নয়ন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 29, 2021

কোভিট ১৯ এর কারণে বরিশালের ১০টি উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে গেছে। পাশাপাশি চাকুরি হারিয়েছে ১৪টি উন্নয়ন সংগঠনের ৪৫ জন কর্মকর্তা কর্মচারী। বিশেষ করে যেসব প্রকল্প বিদেশি ডোনার দিয়ে কাজ করে সেসব প্রকল্প বন্ধ হয়ে গেছে। অনেক প্রকল্প সীমিত করা হয়েছে।

সোমবার দি ফেডারেশন অব এনজিও ইন বাংলাদেশ আয়োজিত করোনাকালে এফএনবি’র করোনীয় র্শীষক ওয়ার্কসপে বক্তারা এসব কথা বলেন। ব্রাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

এফএনবি বরিশালের সভাপতি মো: নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ পরিচালক আবদুল কাদের, নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক দিলারা খানম, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।

এফএনবি’র সাধারণ সম্পাদক এটিএম খোরশেদ আলম এর শুভেচ্ছা বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাকের জেলা প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তী, রনজিৎ কুমার দত্ত, সাংবাদিক সাঈদ পান্থসহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।

  • ফেইসবুক শেয়ার করুন