নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 15, 2022
বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালাম এর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে এক নারী। এই মামলার সংবাদ সংবাদ প্রচার করায় জেল থেকে বের হয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ধর্ষন মামলার আসামি কাউন্সিলর কালাম। শুধু হুমকি দিয়েই শান্ত হননি তিনি। এসময় তার সাথে থাকা সহযোগিদের দিয়ে সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেন।
শনিবার (১৫ জানুয়ারী) দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এরপর আদালতে আসামিকে আনা হলে বিচারক পলি আফরোজ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের উপস্থিতিতে কাউন্সিলর ও তার সঙ্গিদের সংবাদ কর্মীদের ওপর চড়াও হওয়ার ঘটনায় অবাক হন আদালতে উপস্থিত আইনজীবিরাও।
এর আগে মুক্তিযোদ্ধার মেয়েকে তিন বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক মেলার মেশার অভিযোগে গত শুক্রবার পুলিশের অভিযানে গ্রেফতার হন বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালাম। ধর্ষণের অভিযোগ এনে ওই নারী তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় থানা পুলিশ তাকে গোপনীয়তার সাথে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করেন। এমনকি সাংবাদিকদের দৃষ্টি এড়াতে কালাম মোল্লা নিজের মুখ পোশাকের মধ্যে লুকিয়ে এড়িয়ে যাবার চেষ্টা করেন।
এসময় আদালত চত্বরে সাংবাদিকরা তাকে জেল হাজতে প্রেরণের ছবি তুলতে গেলে পুলিশের সামনেই কালাম মোল্লা সাংবাদিকদের দেখে নেয়ার হুককি দেন। বলেন, যারা ছবি তুলতে এসেছে জেল থেকে বের হয়ে তাদের দেখে নিবেন তিনি। ধর্ষণ মামলার একজন আসামির প্রকাশ্যে এমন হুমকি পেশাদারিত্বে বাধা বলে মনে করছেন সাংবাদিক নেতৃবৃন্দ।