ই-পেপার

ঋণ

শর্বরী গোমস্তা | আপডেট: September 27, 2022

আমি তো জন্মেই ঋণী
বাবার কাছে পিতৃত্বের ঋণ
মায়ের কাছে মাতৃত্বের ঋণ
শিক্ষকের কাছে শিক্ষার ঋণ
ভাইয়ের কাছে ভ্রাতৃত্বের দিন
বোনের কাছে ভগ্নির ঋণ
পরিবারের কাছে পারিবারিক ঋণ
প্রতিবেশীর কাছে সামাজিক ঋণ দেশের কাছে রাষ্ট্রীয় ঋণ
প্রকৃতির কাছে পার্থিব ঋণ।
আমৃত্যু আমাকে এই ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে,
আমি কখনো এই ঋণ থেকে মুক্ত হতে পারব না,
আমার শরীরটা যখন মাটির সাথে মিশে যাবে
তখনও আমি মাটির কাছে ঋণী থাকব
কারণ পৃথিবীতে আসার সময় আমার হাতদুটো শূন্য ছিল।
শুধু রক্তমাংসে গড়া একটা শরীর যা নিয়ে আজ আমি অহংকার করি
আসলে সেই খর্বকায় শরীরটা আজ অবধি পৌঁছাতে
আমি যে কত জনের কাছে কতো ভাবে ঋণী হয়ে গেছি
তা নিজেই জানি না
সব ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না
শুধু মিথ্যা বড়াই করে দিনযাপন করে যাচ্ছি মাত্র,
যেখানে আমিই আমার না।

  • ফেইসবুক শেয়ার করুন