ই-পেপার

উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম,বাউফল প্রতিনিধি | আপডেট: January 10, 2022

 পটুয়াখালীর বাউফল উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ(১০ইজানুয়ারি)সোমবার১১টায় পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মোঃ আল-আমিন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ মরিয়ম বেগম নিশু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, বেসরকারি সংস্থা প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শিল্পী রানী প্রমুখ ।
সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বাল্য বিবাহ, ইভটিজিং যৌন হয়রানী সহ বিভিন্ন বিষয়ে বক্তারা স্ব-স্ব অবস্থান থেকে প্রতিরোধ করা এবং এর বিরুদ্ধে ব্যাপক সচেতনতা গড়ে তোলার আহবান জানান।
  • ফেইসবুক শেয়ার করুন