বিএসএল নিউজ ডেস্ক: | আপডেট: November 28, 2021
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জঙ্গি দমনে ব্যর্থতার অভিযোগে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
আল কায়েদা ও আইএস ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর সন্ত্রাসী কার্যক্রম বন্ধে ব্যর্থতার অভিযোগ করে শনিবার (২৭ নভেম্বর) রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় দেশটির প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন তারা।
পাশাপাশি টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা।
এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারেন তারা। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েক জন আহত হন।
চলতি মাসে ভয়াবহ হামলায় ৫০ জনের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহতের ঘটনার পর এ ধরনের হামলার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন দেশটির সাধারণ মানুষ।