নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 22, 2021
বরিশালের উজিরপুরে অনিল চন্দ্র দাস (৫৫) নামের এক বৃদ্ধর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সাড়ে ১১ টায় পৌরসভার ০৬ নং ওয়ার্ডের উত্তর কমলাপুর গ্রামে নিজ বাড়ির পার্শ্ববর্তী রেইনট্রি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যু আত্মহত্যায় নাকি পরিকল্পিত হত্যা সে নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, পৌরসভার ০৬ নং ওয়ার্ডের পান ব্যবসায়ী অনিল দাস (৫৫) বিভিন্ন এনজিও ও মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা এনে পানের বরজে করেছিল। বৈরি আবহাওয়ায় পানের দাম কম এবং পানের বরজে পানি ওঠায় ৬ লক্ষ টাকা লোকসান হওয়ায় বিপাকে পড়ে যান তিনি। সুদের টাকার জন্য বিভিন্ন মহাজনরা চাপ দিলে আত্মহত্যা করেছে বলে জানান ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল সিকদার।
তার স্ত্রী শিল্পী রানী দাস জানান, সাড়ে ১১ টার দিকে আমাদের বাড়ীর পাশের রেন্টি বাগানে ছাগল চড়াতে গেলে তখন আমার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বলতে পারবো এটা হত্যা নাকি আত্মহত্যা?