ই-পেপার

উজিরপুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 18, 2021

বরিশালের উজিরপুরে মাছের ঘেরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির ১০ লক্ষাধিক টাকার মৎস নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়া মায়ের আর্শিবাদ এগ্রিকালচার ফার্ম এর লীজ নেয়া দেড় একর জমি জুড়ে মাছের ঘেরে ১৬ নভেম্বর রাতে অজ্ঞাতরা ওই ঘেরটিতে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট, কালকাতরা প্রয়োগ করে।

পরের দিন সকালে বেলা ১১ টায় স্থানীয়রা ঘেরের সম্পূর্ন মাছ মরে ভাসতে দেখতে পেয়ে মায়ের আর্শিবাদ এগ্রিকালচার ফার্ম এর সভাপতি জর্জ বিভুদান বাড়ৈকে জানান। এরপর তিনি তাৎক্ষনিক ঘটনাস্থল ছুটে এসে দেখতে পান ঘেরের সকল মাছ মরে ভেসে উঠেছে।

এ ব্যপারে মৎস ঘেরের সভাপতি জর্জ বিভুদান বাড়ৈ বাদী হয়ে ১৭ নভেম্বর উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় পুরো ঘেরের মাছ মরে ভাসতে থাকে। ঘেরের সভাপতি জর্জ বিভুদান বাড়ৈ জানান আমাদের ঘেরের পাশের ঘের থেকে একটি সুরঙ্গ করে কে বা কাহারা আমাদের মাছের ঘেরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট ও আলকাতরা মিশিয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে।

১৮ নভেম্বর সকালে উজিরপুর মডেল থানার এস.আই সালাউদ্দিন ও এ.এস.আই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে, ঘটনাস্থল তদন্ত পূর্বক দোষীদের সনাক্ত করে আইনগত বিচারের দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী মৎস্য ব্যবসায়ীরা।

  • ফেইসবুক শেয়ার করুন