নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 28, 2021
দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে বরিশালে পৃথক তিনটি চেক জালিয়াতির মামলা হয়েছে।
রোববার বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা তিনটি দায়ের করেন ইভ্যালির তিনজন গ্রাহক। বিচারক মামলা তিনটি আমলে নিয়ে অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী চারচিল ও বাদী পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, ‘বরিশাল নগরীর বাসিন্দা নিলয় শরীফ মোটরসাইকেল ক্রয়ের জন্য ৩ লক্ষ ৫০ হাজার, সাদিকুর রহমান সুরুজ ২ লক্ষ ৭১ হাজার টাকা এবং মো. ফেরদাউস ১ লক্ষ ৭৪ হাজার টাকা ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের কাছে প্রদান করেন। এর বিপরিতে তিন গ্রাহককে চেক প্রদান করেন রাসেল।
তারা বলেন, ‘ইভ্যালির রাসেলের দেয়া চেক নিয়ে ব্যাংকে জমা দিলে হিসাব নম্বরে টাকা না থাকায় তা ফেরত এবং ডিজ-অনার করে ব্যাংক কর্তৃপক্ষ।
এর প্রেক্ষিতে তিনজন গ্রাহক টাকা ফেরত চেয়ে মোহাম্মদ রাসেলকে পৃথক তিনটি আইনী নোটিশ প্রদান করেন। এতে কোন সদুত্তর না পাওয়ায় গ্রাহক নিলয়, সুরুজ ও ফেরদাউস মামলা তিনটি দায়ের করেন বলে বাদী পক্ষের আইনজীবী জানিয়েছেন।