ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিবেদক | আপডেট: December 3, 2021
পিরোজপুরে ইন্দুরকানীতে ৬ বছরের মাদ্রসা ছাত্রী হত্যা মামলায় ১ মাস পর মামাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ইন্দুরকানী থানা পুলিশের একটি দল নিহত মাদ্রাসা ছাত্রী লাবনী আক্তার (৬) কে হত্যার অভিযোগে চাচাতো মামা মোঃ নুরুল ইসলাম শিকদারের ছেলে মোঃ হাবিবুল্লাহ জসিম (২৫) কে ঢাকা থেকে গ্রেফতার করে।
নিহতের স্বজনরা জানান, মা-বাবার ডিভোর্স হওয়ায় নিহত লাবনী কালাইয়া গ্রামের তার নানা বাড়ীতে থেকে পড়াশুনা করেন। লাবনী বাগেরহাট জেলার কচুয়া উপজেলার লাভলু হাওলাদার এর মেয়ে। গত ৩০ অক্টোবর নিহত মাদ্রাসা ছাত্রী পাশ^বর্তী চাচাতো নানা নুরুল ইসলাম সিকদারে বাড়ীতে খেলতে গেলে সেখান থেকে সে নিখোঁজ হয়।
নিখোঁজের পাঁচদিন পর ৫ নভেম্বর নুরুল ইসলাম সিকদারের বাড়ীর বাগান থেকে হাতের কবজি ও পায়ের গোড়ালী বিচ্ছিন্ন অবস্থায় তার লাশ পুলিশ উদ্ধার করে।
এ ঘটনায় লাভনী আকতারের মা ছনিয়া আকতার বাদী হয়ে অজ্ঞাত আসামী দিয়ে ইন্দুরকানী থানায় হত্যা মামলা করেন।
ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে শিশু হত্য মামলার আসামী মোঃ হবিবুল্লাহ জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামির স্বীকারোক্তির ভিত্তিতে হত্যার আলামত উদ্ধার করা হয়েছে।