ই-পেপার

ইন্দুরকানীতে যুবলীগ নেতা শুভ’র মৃত্যুতে উপজেলা যুবলীগের দোয়া-মোনাজাত

ইন্দুরকানী( পিরোজপুর) প্রতিনিধি : | আপডেট: November 20, 2021

পিরোজপুরের ইন্দুরকানীতে পৌর যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভ’র মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান,উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সাধারণ সম্পাদক শাহীন গাজী ,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির পাড়েরহাট ইউনিয়নের আহবায়ক মাইনুল সিকদার,ইন্দুরকানী ইউনিয়নের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মিন্টু খান ও রফিকুল ইসলাম রফিক,বালিপাড়া ইউনিয়নের যুবলীগ নেতা বাপ্পি মোল্লা,বালিপাড়া ইউনিয়নের যুবলীগ নেতা জামাল মৃধা,পত্তাশী ইউনিয়নের যুবলীগ নেতা শাহীন শেখ, তাঁতী লীগের আহবায়ক তারিফুর রহমান নিটুল,সদস্য সচিব মনির সিকদার, সাবেক ছাত্রলীগের সভাপতি ও যুবলীগ নেতা শাহীন হাওলাদার। দোয়া-মোনাজাত পরিচালনা করনে ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি আলম মুন্সি। নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে নিহত ফয়সাল মাহাবুব শুভ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জিএস ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন