ই-পেপার

ইন্দুরকানীতে দুটি ইউপিতে নতুন মুখ জয়ী

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: | আপডেট: November 13, 2021

পিরোজপুরের ইন্দুরকানীতে ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে একটিতে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং অপরটিতে জেপি (মঞ্জু) মনোনীত বাই-সাইকেল প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা এএসএমএ রোকনুজ্জামান খান বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১ নং পাড়েরহাট ইউপিতে নৌকা প্রতীক নিয়ে কামরুজ্জামান শাওন ৬১২৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী জেপি (মঞ্জু) মনোনীত প্রার্থী গোলাম সরোয়ার বাবুল বাই-সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৭৫ ভোট ।

অপরদিকে ২ নং পত্তাশী ইউপিতে জেপি (মঞ্জু) মনোনীত প্রার্থী মো: শাহিন হাওলাদার বাই-সাইকেল প্রতীক নিয়ে ৩৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ২৪৯৯ ভোট।

তবে এ ইউনিয়নে পরাজিত প্রার্থী মোয়াজ্জেম হোসেন দুপুরের দিকে ভোট বর্জন করায় তার সকল এজেন্ট কেন্দ্র ছাড়েন।
এদিকে সাধারন সদস্য পদে ১ নং পাড়েরহাট ইউপিতে ১ নং ওয়ার্ডে খায়রুল বাশার তালা প্রতীকে ৪৩৪ ভোট, ২নং ওয়ার্ডে মো: আলী হায়দার সরদার মোরগ প্রতীকে ২৯১ ভোট, ৩নং ওয়ার্ডে মো: জাকির হাওলাদার মোরগ প্রতীকে ৪৪৯ ভোট, ৪নং ওয়ার্ডে মো: আবুল বাশার মোরগ প্রতীকে ৫১৩ ভোট, ৫নং ওয়ার্ডে মো: আবুল কালাম ফরাজী তালা প্রতীকে ১০৪৮, ৬নং ওয়ার্ডে মোরগ প্রতীকে মো: আব্দুর রাজ্জাক হাওলাদার ৭৯৫ ভোট, ৭নং ওয়ার্ডে মো: ইলিয়াছ খান টিউবওয়েল প্রতীকে ৭০৪ ভোট, ৮নং ওয়ার্ডে মো: নুরুল ইসলাম সরদার ফুটবল প্রতীকে ৪৮৯ ভোট এবং ৯নং ওয়ার্ডে মিজানুর রহমান টিউবওয়েল প্রতীকে ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে মোছা: সাহিদা বেগম বক প্রতীকে ১২২৫ ভোট, ৪,৫,৬ নং ওয়ার্ডে মো: আসমা বেগম বই প্রতীকে ১৮২৩ ভোট এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে নাছিমা বেগম কলম প্রতীকে ১৬০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, ২নং পত্তাশী ইউপিতে সাধারন সদস্য পদে ১নং ওয়ার্ডে মো: কাওসার আহম্মেদ মোরক প্রতীকে ১৭০ ভোট, ২নং ওয়ার্ডে মো: আলমগীর ফুটবল প্রতীকে ৩২৭ ভোট, ৩নং ওয়ার্ডে মো: নাজমুল হাচান মোরগ প্রতীকে ২৬০ ভোট , ৪নং ওয়ার্ডে বাবুল খান ফুটবল প্রতীকে ২২২ ভোট, ৫নং ওয়ার্ডে কে এম জাহাঙ্গীর হোসেন, মোরগ প্রতীকে ৩২৭ ভোট, ৬নং ওয়ার্ডে পরিতোষ চন্দ্র হালদার টিউবওয়েল প্রতীকে ৩৫০ ভোট, ৭নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মোরগ প্রতীকে ৩৭৭ ভোট, ৮নং ওয়ার্ডে মো: জোবায়ের হোসেন তালুকদার তালা প্রতীকে ৩৩০ ভোট এবং কবির সিকদার ফুটবল প্রতীকে ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে মোছা: আসমা আক্তার লিমা বই প্রতীকে ৯৭৩ ভোট, ৪,৫,৬ নং ওয়ার্ডে শাহিনুর আক্তার বই প্রতীকে ১০৩০ ভোট এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে নাছরিন বেগম কলম প্রতীকে ৭৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা রিটার্নিং কর্মকর্তা এএসএমএ রোকনুজ্জামান খান বলেন, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ন ভোট গ্রহনের বিষয়ে তৎপর ছিলাম। দুটি ইউনিয়নে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন