ই-পেপার

ইজিবাইক আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 31, 2021

বরিশালে ই‌জিবাইক আটক ও মামলার প্রতিবাদে সড়ক অবরোধ ক‌রে বিক্ষোভ করেছে চালকরা। এতে ব্যাপক যানজটের সৃ‌ষ্টি হয়। এক পর্যায়ে ই‌জিবাইক ছেড়ে দেওয়ার দা‌বি মেনে নেওয়া হলে দুই ঘন্টা পর সড়ক থেকে সরে যায় ই‌জিবাইক চালকরা।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর রূপাতলী বাস স্ট্যান্ডের গোলচত্বর এলাকায় আটককৃত গাড়ি ছেড়ে দেবার দাবিতে অবরোধ করে এই আন্দোলন করে ই‌জিবাইক চালকরা।

ই‌জিবাইক চালক ম‌হিউ‌দ্দিন জানায়, সকালে হঠাৎ করে পুলিশ অভিযান চালায়। এতে আমাদের ৬টি গাড়িতে ৫ হাজার টাকার মামলা দেওয়া হয়। এতে আমরা আন্দোলন করি। আমাদের দাবি ছিল মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং আটক গাড়িগুলো ছাড়তে হবে। পুলিশ আমাদের দাবি মেনে নিয়েছে। তাই আমরা আন্দোলন স্থগিত করেছি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অ‌তি‌রিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার (ট্রাফিক) শেখ মোহাম্মদ সেলিম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকালে রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ গাড়ী পার্কিং করায় ৬টি হলুদ অটোকে মামলা দিয়ে আটক করা হয়। এতে শ্রমিকরা বিক্ষোভ করে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

  • ফেইসবুক শেয়ার করুন