ই-পেপার

আসফিয়াকে জমি ও ঘর দেওয়ার আশ্বাস দিল হিজলা উপজেলা নির্বাহী অফিসার

মোঃ দেলোয়ার হোসেন,হিজলা প্রতিনিধি: | আপডেট: December 10, 2021

পুলিশ কনস্টেবলে চাকুরী পাওয়া নিয়ে অনিশ্চিয়তায় পড়া আসপিয়া ইসলামকে জমি ও ঘর দেওয়ার আশ্বাস দিয়েছে হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ।

আজ সকাল দশটায় আসফিয়া ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ে ডেকে বরিশাল জেলা প্রশাসক জসীমউদ্দীন এর নির্দেশে জমি ও ঘর দেয়ার আশ্বাস প্রদান করেন।
পুলিশ কনস্টেবলে মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করায় আসপিয়া ইসলাম এর এক টুকরো জমি না থাকায় চাকুরীতে অনিশ্চতায় পড়েছিল।

যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল এর দুই দিনের মাথায় স্থায়ী ঠিকানার আশ্বস্ত পেয়ে স্বস্তিতে আসফিয়ার পরিবার।

 

  • ফেইসবুক শেয়ার করুন