ই-পেপার

আলমগীর ছাত্রাবাস থেকে অস্ত্রসহ চার বাহিরাগত আটক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 15, 2022

বরিশাল নগরীর সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ ৪ বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার আটকের পর শনিবার সকালে বিষয়টি মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়। এঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক যুবকদের জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

আটক যুবকরা হলেন- নগরীর মুসলিম গোরস্থান রোডের রফিক তালুকদারের ছেলে রাফসান তালুকদার (২০), বটতলা আশ্রাফ সড়কের বাসিন্দা হুমায়ন কবিরের ছেলে আজাদ সরদার (২৩), বটতলা শরীফ বাড়ীর বাসিন্দা শামীম সরদারের ছেলে ফুয়াদ আলম (২৪) এবং গোড়াচাঁদ দাস রোডের বাসিন্দা মৃত মনিবুর রহমানের ছেলে মুমতাহিন রহমান (২৩)।
পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাসে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ব্যাডমিন্টন ব্যাগের মধ্যে দুই দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের ঘটনায় ছাত্রাবাসে অবস্থান করা ৪ জন বহিরাগতকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই যুবকদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
  • ফেইসবুক শেয়ার করুন