নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 13, 2021
বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন সমাপ্তের পরে এক পরাজিত ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী ক্যাম্প কুপিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে। এঘটনায় পরাজিত ইউপি সদস্য আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইউপি নির্বাচন শেষে রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিজয়ী টিউবওয়েল মার্কার ইউপি সদস্য প্রার্থী শামীম হোসেন ফরিয়া ও তার সমর্থকরা উত্তর শিহিপাশা গ্রামের ভ্যানগাড়ি মার্কার পরাজিত ইউপি সদস্য প্রার্থী শওকত হোসেন ফরিয়ার নির্বাচনী ক্যাম্প কুপিয়ে তছনছ করে দেয়।
ভ্যানগাড়ি মার্কার পরাজিত ইউপি সদস্য প্রার্থী শওকত হোসেন ফরিয়া জানান, টিউবওয়েল মার্কার ইউপি সদস্য প্রার্থী শামীম হোসেন ফরিয়া আমরা একই এলাকার বাসিন্দা। সে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিল। সে নির্বাচিত হওয়ার পর রাতে তার নেতৃত্বে তার সমর্থকরা আমার ভোট কেন্দ্রের পশ্চিম পাশে নির্বাচনী ক্যাম্প কুপিয়ে তছনছ ও ভাংচুর করে। এসময় আমাকে অকথ্য ভাষায় গালাগালিসহ জীবনণাশের হুমকি প্রদান করে।
অভিযুক্ত টিউবওয়েল মার্কার ইউপি সদস্য প্রার্থী শামীম হোসেন ফরিয়া বলেন, আমি নির্বাচিত হওয়াতে প্রতিপক্ষের প্রার্থীরা আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। কে বা কারা ভ্যানগাড়ি মার্কার পরাজিত ইউপি সদস্য প্রার্থী শওকত হোসেন ফরিয়ার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে তা আমার জানা নেই এবং আমার কোন সমর্থক এই ভাংচুরের সাথে জড়িত নয়।
শনিবার ভ্যানগাড়ি মার্কার পরাজিত ইউপি সদস্য প্রার্থী শওকত হোসেন ফরিয়া আগৈলঝাড়া থানায় টিউবয়েল মার্কার ইউপি সদস্য প্রার্থী শামীম হোসেন ফরিয়াকেসহ ৭-৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আগৈলঝাড়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, ইউপি সদস্য প্রার্থী শওকত হোসেন ফরিয়ার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনা সরেজমিন পরিদর্শন শেষে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।