ই-পেপার

আগৈলঝাড়ায় ডিজেল ভর্তি চলন্ত ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 3, 2021

আগৈলঝাড়া প্রতিবেদক
বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার বাইপাস এলাকায় ডিজেল তৈল ভর্তি চলন্ত একটি ট্রাকের পিছনের বাম পাশের দুটি টায়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় অল্পের জন্য প্রাণে বাঁচে ট্রাকের ড্রাইভার সাইদুল হোসেন ও হেল্পার সাইফুল ইসলাম। স্থানীয় এলাকাবাসীর সহয়তায় প্রায় ত্রিশ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ট্রাক ড্রাইভার সাইদুল হোসেন জানান, বৃহস্পতিবার বরিশাল ট্যাংঙ্ক-লরী সমিতির বরিশাল বিভাগীয় সাধারন সম্পাদক কামাল হোসেন এর যমুনা ডিপোর ১২ হাজার লিটার ডিজেল তৈল নিয়ে আগৈলঝাড়া পয়সারহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হোসেনের কাছে যাবার সময় রাত ৮টার সময় আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার বাইপাস এলাকায় চলন্ত অবস্থায় ট্রাকের পিছনের বাম পাশের দুটি টায়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ সময় ট্রাকের আগুন নেভাতে পানি ছিটিয়ে স্থানীয় লোকজন সহায়তা করে। গৌরনদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী।

  • ফেইসবুক শেয়ার করুন