নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 14, 2021
বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে তিনশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রত্নপুর এলাকার মিশ্রিপাড়া বটতলা মোড় থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ঘেরাও করে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হল- গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের মো. মুনসুর আলী সিপাহী’র ছেলে মো. নাসির উদ্দীন (৩৮) এবং আগৈলঝাড়া উপজেলার সেরাল এলাকার মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে মো. পলাশ হাওলাদার (৩৫)।
মাদক উদ্ধারের ঘটনায় র্যাব-৮ সিপিএসসি’র ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার রাতে একটি মামলা দায়ের করেছেন।
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রোববার সকালে আগৈলঝাড়া থানা পুলিশ আটককৃত দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।