ই-পেপার

আইভী বেসরকারিভাবে জয়ী

বিএসএল নিউজ ডেস্ক | আপডেট: January 16, 2022

টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র নির্বাচিত হলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। বেসরকারি ফলাফলে নিকটপ্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকারের চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন তিনি।

আজ রোববার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ইভিএম নিয়ে যান্ত্রিক ত্রুটি এবং কিছু ভোটারের প্রযুক্তিভীতির কারণে কিছুটা ভোগান্তি হলেও শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ ও গণনা শেষ হয়েছে। এবারই প্রথম নাসিক নির্বাচনে শতভাগ ইভিএম ব্যবহার করা হয়েছে। ফলে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ফলাফল ঘোষণা শুরু করতে পেরেছে নির্বাচন কমিশন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী (নৌকা) পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। আর তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তৈমুর আলম খন্দকার (হাতি) পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট পড়েছে প্রায় ৫০ শতাংশ।

সকাল থেকেই ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। কোথাও সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।

এটিই ছিল বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদে সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচন। এ প্রসঙ্গে নির্বাচন কমিশন মাহবুব তালুকদার বলেন, ‘এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান। কারণ, আমি ইতিপূর্বে বলেছি, যার শেষ ভালো, তার সব ভালো।

নাসিক নির্বাচনে আমি ৪টি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেছি। এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি। বিগত ৫ বছরে যতগুলো সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সর্বোত্তম।’

  • ফেইসবুক শেয়ার করুন