মুলাদী প্রতিনিধিঃ | আপডেট: December 17, 2021
অর্থের বিনিময়ে কমিটি দেয়ার অভিযোগ এনে মুলাদীতে ঝাড়– মিছিল করেছে স্বেচ্ছাসেবকদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সকাল ১০টায় মুলাদী-মীরগঞ্জ সড়কের বেলতলা থেকে একটি ঝাড়– মিছিল বেরকরে। এসময় নেতাকর্মীরা বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আমিনুল ইসলাম লিপনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ইলিস মাছ খাওয়া ও বিভিন্ন রকমের ফলের ঝুড়ি নিয়ে মুলাদী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের কমিটি দিয়েছেন বলে অভিযোগ করেন।
পদবঞ্চিত নেতাকর্মীরা আরও জানান, বরিশাল বিভাগীয় টিমের সদস্য কেন্দ্রী স্বেচ্ছাসেবকদলের নেতা আজাহারুল হক মুকুল ও ফরিদ উদ্দিনের সমন্নয়ে জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম লিপন মুলাদী উপজেলার রাজপথে আন্দোলন সংগ্রামে অগ্রনী ভুমিকা পালনকারী নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে তার পছন্দমত লোকদিয়ে কমিটি গঠন করেছেন। ঝাড়– মিছিলে অংশ গ্রহন করেন, এক সময়ের রাজপথে নেতৃত্ব দেয়া উপজেলা যুবদলের নেতা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক প্রার্থী সিকদার মোঃ সোয়েব, মুলাদী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব প্রার্থী নজরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা ও পৌর স্বেচ্ছোসেবকদলের সদস্য সচিব প্রার্থী মাসুদ খান রিকু সহ স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা সদ্য ঘোষিত কমিটি বিলুপ্তি করে পুনরায় দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযত মূল্যায়ন করে একটি স্বচ্ছ কমিটির জোর দাবী জানান। স্বেচ্ছাসেবকদল নেতা সিকদার মোঃ সোয়েব জানান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আমিনুল ইসলাম লিপনের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের নেতাদের কাছে একাধীক অর্থ আত্মসাতের অভিযোগ দেয়া হলেও তারা তার সুষ্ঠ তদন্ত না করেই আতাত করে একটি পকেট কমিটি ঘোষনা করেছে।