নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 27, 2021
“সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম ওলামাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা করেছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। শনিবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন দলটির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ না হলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা সম্ভব হতো না।
বিএনপি-জামায়াত জোট চক্র গুজব ছড়িয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে। তাই অবিলম্বে বিএনপি-জামায়াতের নেতাকর্মিদের গ্রেফতার করে আইনের আওতায় আনাসহ ৮ দফা দাবি তুলে ধরেন তিনি।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করীমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য মাওলানা জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আফলাতুল কাওসার,
আন্তর্জাতিক কারী মাওলানা মো. আব্দুল মান্নান, বরিশাল জেলার সভাপতি হাফেজ মুফতি জাকির হোসাইন, মহানগরের সভাপতি হাফেজ মাওলানা সুলতান মাহমুদ, বরিশাল সড়ক ও জনপদ জামে মসজিদের খতিব গাজী মাওলানা আবুল বাসার ও অধ্যক্ষ মাওলানা আব্দুল গফ্ফার আনসারী প্রমুখ।